বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ,গাঙচিল নিউজ কে বলেন,দেশ ও জাতির কল্যাণে আমাদের কাজ করতে হবে।
আমার বাবা দেশ ও জাতির কল্যাণে সারা জীবন কাজ করেছেন। এখনো মানিকগঞ্জের মানুষ আমার বাবাকে সম্মানের সহিত স্মরণ করেন এটাই আমার বড় পাওয়া।
সিংগাইর ও হরিরামপুরের মানুষের উন্নয়নের জন্য যা করা দরকার আমি তাই করবো । আমার বাবা একজন সৎ মানুষ ছিলেন। তার আদর্শেই আমি বড় হয়েছি, তার কাছ থেকেই আমি রাজনীতি শিখেছি। ভোট হল একটা আমানত ।
যাকে মানুষ বিশ্বাস করে তাকেই ভোট দেয়। অতীতে আমি মানুষের বিশ্বাস রেখেছি তাদের কল্যাণে কাজ করেছি, আগামীতেও করব । যারা সৎভাবে রাজনীতি করে তারা কখনো মানুষের সাথে প্রতারণা করতে পারেনা, যারা প্রতারণা করে তারা কখনোই রাজনীতি করে না।
আমাদের দলের কেউ চাঁদাবাজি, লুটতরাজ ও সন্ত্রাসী কার্যকলাপ করলে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ নির্বাচনে আমাদের ভোট দেয় সুখে শান্তিতে বসবাস করার জন্য, বিপদে পড়ার জন্য নয়। অতএব মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে।
আমার বাবা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি। আমি তারই সন্তান। রাজনীতি করে আমাদের সংসার চালানো লাগেনা আমরা রাজনীতি করি দেশ ও জাতির কল্যাণে ।
ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর পিতা মরহুম শামসুল ইসলাম খান নয়ামিয়া। যিনি মানিকগঞ্জের মানুষের কাছে নয়ামিয়া নামে পরিচিত । তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ, শিল্পপতি এবং ব্যবসায়ী ছিলেন। মানিকগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এবং প্রাক্তন শিল্পমন্ত্রী ছিলেন। তিনি ১৯৯১ সাল থেকে২০০১ সাল পর্যন্ত পরপর চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সততার সাথে কাজ করেছেন।
সেজন্যই এখনো মানিকগঞ্জের মানুষ তাকে স্মরণ করেন।
জন্ম ১ জানুয়ারি ১৯৩০ মৃত্যু ২১ জানুয়ারি ২০০৬