নতুন বছর উপলক্ষে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের পক্ষ হইতে ডিজিটাল আল কুরআন উপহার দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের মানিকগঞ্জ সদর উপজেলার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ।
গাঙচিল নিউজ কে শফিক জানান,
আমি সততার সাথে রাজনীতি করি দেশ ও জাতির কল্যাণে সব সময় কাজ করি সেই দিক থেকে আমার চিন্তা-ভাবনা হল জেলা প্রশাসককে আল কুরআন উপহার দেওয়াটাই উত্তম তাই দিয়েছি ।
ইহকাল ও পরকালের নাজাতের আশায় আমি রাজনীতি করি , ধনী হওয়ার জন্য নয়। দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য প্রতিটি মানুষের উচিত নিজ ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করা।
রাজনীতি দল যারা করে তারা চাঁদাবাজি বা ধান্দাবাজি করে না। যারা চাঁদাবাজি ধান্দাবাজি করে তারা কখনোই দল করে না।