
আন্তর্জাতিক যুব দিবস ও জাতীয় যুব দিবস একসঙ্গে পালন করেছে গণ কল্যাণ ট্রাস্ট মানিকগঞ্জ।
পিকেএসএফ ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় গণ কল্যাণ ট্রাষ্ট রেইজ প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি
এই প্রতিপাদ্যকে সামনে রেখে
জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ব যুব দিবস উপলক্ষে পিকেএসএফ এর নির্দেশনায় গণ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ১০ টার সময় মানিকগঞ্জ জেলা শহরের গণ কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও এক বর্ণাঢ্য র্যালির আয়োজ করেন, মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পাঁচ শতাধিক লোক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে
অংশগ্রহণ করেন।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন , উদয় চৌধুরী পরিচালক ও ফোকাল পার্সন রেইজ প্রজেক্ট জিকেটি, সীমা রানী কর্মকার
কো-অর্ডিনেটর রেইজ প্রজেক্ট
জিকেটি , জামিউল ইসলাম রনি কেইস ম্যানেজমেন্ট অফিসার রেইজ প্রজেক্ট জিকেটি সহ পাঁচ শতাধিক মানুষ আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণ করেন।
গাঙচিল নিউজ কে জুবেদা ইসলাম জবা লাইফস্কীল অফিসার
রেইজ প্রজেক্ট জিকেটি জানান,
দেশ ও জাতির কল্যাণে সব সময় আমরা কাজ করে যাচ্ছি ।
যুবকদের নিয়ে ও অসহায় মানুষদের নিয়ে কাজ করতে আমার বেশি ভালো লাগে আমি যতদিন বেঁচে থাকব মানুষের কল্যাণে কাজ করে যাব এটাই আমার মনের আশা আকাঙ্ক্ষা ।